জাতীয়

আগামী চার দিনে বাড়বে উঞ্চতা

(Last Updated On: )

দেশের বেশির ভাগ অঞ্চলে এখন আর শীতের তীব্রতা নেই। রাতে সামান্য অনুভূতি থাকলেও দিনে একেবারেই নেই। এ অবস্থায় আবহাওয়া অফিস উঞ্চতা বাড়ার পূর্বাভাস দিলো।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে বলেছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে সামান্য কমতে পারে। তারপরের তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।