জাতীয়

আ.লীগ প্রশাসন দিয়ে ভোট চুরি করছে: ব্যারিস্টার মাহবুব

(Last Updated On: ফেব্রুয়ারি ১২, ২০২১)

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচনে কোনো অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে।

তিনি সকালে সোনাইমুড়ী পৌরসভার ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি সমর্থিত ধানের শিষ প্রতীকের প্রার্থী মোতাহের হোসেন মানিকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।