বরগুনার পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আজ শনিবার ভোর রাতে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দার তার ফেসবুক আইডি থেকে উপজেলার কিরনপুর এলাকার আউয়াল মোল্লার ছেলে ইমরান মোল্লার ফেইসবুক আইডির একটি পোস্টে ইসলাম সম্পর্কে কটূক্তি করে একটি মন্তব্য করে। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ইসলাম নিয়ে কটূক্তি করে মন্তব্য করার অভিযোগে প্রান্ত সমাদ্দারকে আটক করা হয়েছে। আটকের পরে তার মোবাইলটি জব্দ করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।