চট্টগ্রাম

একদিনেও সন্ধান মেলেনি খালে ভেসে যাওয়া পথচারীর

(Last Updated On: )

২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ী ছালেহ আহমেদের (৫০)।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর ৬টা থেকে আবারও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ভোর ৬টা থেকে আবারও কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। যদি নিখোঁজ ব্যক্তিটির মৃত্যুও হয়, তাহলে সাধারণত ১৮ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠার কথা। কিন্তু কোনো খোঁজ নেই। সবকিছু মাথায় রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, নালায় উদ্ধার অভিযান চালাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। নালায় ময়লা আবর্জনায় ভর্তি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। অনেক জায়গায় আবার নালা সংকীর্ণ হওয়ায় সব জায়গায় সমানভাবে তল্লাশি চালানো যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ৩ সদস্যের একটি ডুবুরি দল এবং বেশ কয়েকজনের উদ্ধারকারী দল কাজ করছে।

উল্লেখ্য গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে পানির তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ।