আন্তর্জাতিক

এডেন উপসাগরে নৌকাডুবি, ৩৪ জনের মৃত্যু

(Last Updated On: )

আফ্রিকার দেশ জিবুতির উপকূল সংলগ্ন এডেন সাগরে নৌকা ডুবে ইয়েমেন থেকে ফেরার পথে ৩৪ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

ধারনা করা হচ্ছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পরে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

বেশ কয়েক বছর ধরে জিবুতি সংলগ্ন জলসীমায় সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটছে। যারা দারদ্রি ও যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কাজের আশায় চোরাকারবাদিদের হাতে বন্দি হয়।