আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এ ভোট সরকার পরিবর্তনের ভোট নয়, সরকার যখন পাল্টাবে না, তখন কেন উন্নয়নের নৌকার সাথে তাল মেলাবন না কেন। শেখ হাসিনা যোগ্য প্রার্থী দিয়েছেন, আপনাদের দায়িত্ব তাকে ভোট দিয়ে নির্বাচিত করা, তাকে ভোট দেয়া মানে শেখ হাসিনাকে সম্মানিত করা। সুতারাং আমি বিশ্বাস করি ফেনী পৌরবাসী তাদের পবিত্র আমানত স্বপন মিয়াজীকে দিবে। স্বপন মিয়াজী যে ইশতেহার দিয়েছে তা ভবিষ্যতের রূপরেখা, এর চেয়ে বড় আর কি কমিটমেন্ট হতে পারে।
তিনি বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত, তা খেয়ানত করা যাবে না। আগামী ৩০ তারিখ পৌরবাসীর ঈমানী দায়িত্ব নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে সঠিক জায়গায় প্রয়োগ করবেন।
শীতের রাতে সব বয়সী মানুষের সর্বোচ্চ উপস্থিতির জন্য আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের ধন্যবাদ ও প্রশংসা করেন তিনি।
তিনি আরো বলেন, বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ওবায়দুল কাদের এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। পৌর নির্বাচনে নৌকার প্রার্থী স্বপন মিয়াজীকে বিজয়ী করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনীবাসীর সাথে থাকবেন তা স্পষ্ট জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ফেনী পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ দিনে শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহি উদ্দিন মহি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেছেন, নৌকা যতদূর যাবো আমি ততদূর যাব। তিনি বলেন, বিএনপি গুজবের পার্টি, গজবের পাটি, শেখ হাসিনা মানবতার নেত্রী, খালেদা জিয়া বর্বরতার নেত্রী। বিএনপির বর্তমান অবস্থা বগি আছে ইঞ্জিন নেই। আর নেতারা শুধু বকবক করে। তাদের কাছ কিছু আশা করা বোকামি ছাড়া কিছু নয়।
ফেনী পৌর আওয়ামী সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, যুগ্ম সম্পাদক আবদুল করিম, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান সাজু, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মঞ্জুরুল আলম শাহীন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।