প্রবাস

ওমানের সড়কে ঝরল চট্টগ্রামের ৫ প্রাণ

(Last Updated On: )

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন— মো. ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ বলে জানা গেছে।

জানা গেছে, আরব সাগরে মাছ ধরে বাসায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুকুমের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।