সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিতে’। শ্রীলংকান শিল্পী ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটি রাতারাতি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। তার জনপ্রিয়তা এতোটা ছড়িয়ে পড়ছে যে বলিউড সিনেমার টাইটেল ট্র্যাকের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এরই মধ্যে ভারতের গুরুগ্রামে কানসার্ট করতে গিয়ে মঞ্চে মারাত্মক আঘাত পেয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী।
আহত হওয়ার খবরটি নিজেই তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইয়োহানি। শনিবার নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গেছে, তার চোখের নিচে আঘাতের চিহ্ন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটি প্রথমে বুঝতে পারিনি।তবে এমন আঘাতেও থামছেন না এই লংকান পপ কুইন। রোববার হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে এই চোট নিয়েই কনসার্ট করবেন তিনি। ইয়োহানি লিখেছেন, ‘শো থামবে না। আমাদের সঙ্গে আজ কী হবে, তা আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই; জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে।’
শ্রীলংকার কলম্বোয় জন্ম নেওয়া ইয়োহানির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার হোস্টেস। এই গায়িকাকে শ্রীলংকার ‘র্যাপ প্রিন্সেস’ বলে অভিহিত করা হয়। সংগীতে তার যাত্রা ইউটিউবার হিসেবে। ২০১৬ সালে তিনি ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করতে থাকেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবার বর্তমানে ২.৭১ মিলিয়ন।