দক্ষিণ চট্টগ্রামের সুপ্রাচীন খেলাঘর শাখা সংগঠন “অংকুর খেলাঘর আসর” এর প্রতিষ্ঠাতা ও খেলাঘর আন্দোলনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, আমাদের চেতনার বাতিঘর, বিজ্ঞান-মনস্ক -কুসংস্কারমুক্ত প্রগতিশীল চিন্তার অনন্য সাধারণ মানুষ, সর্বজন শ্রদ্ধেয় একজন আদর্শ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্তীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি খেলাঘর পরিবারের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ২০২০ সালের ৩০ জুলাই সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কীর্তিমান এই মহান মানুষটি। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, খেলাঘর আন্দোলন, শিশু অধিকার ও শিক্ষা ক্ষেত্রে জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ রাখবে।মৃত্যুতে নিঃশেষ নও তুমি, চিরঞ্জীব সদা চিরঞ্জীব কমরেড সুনীল চক্রবর্তী।
কমরেড সুনীল চক্রবর্তী’র প্রথম মৃত্যু বার্ষিকীতে অংকুর খেলাঘর আসর -এর কর্মকর্তার তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ।