চট্টগ্রাম

করোনা: চট্টগ্রামে নতুন আরও ১৪ জন আক্রান্ত

(Last Updated On: )

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই দিন করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত হওয়া ১৪ জনের মধ্যে ১২ জন নগরে এবং ২ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৮৭৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ১৯৬ জন। এছাড়া মোট মৃত্যু ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন মহানগর এলাকায় এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার এলাকার।