আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
এদিকে, হামলাকারীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা আপনাদের খুঁজে খুঁজে বের করবো।
তিনি বলেন, তাদেরকে বলছি যারা এই হামলা চালিয়েছে, সেই সঙ্গে আরও যারা আমেকিার ক্ষতি চায়, তারা জেনে রাখুন: “আমরা ক্ষমা করবো না। আমরা ভুলবো না।
বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আপনাদের খুঁজে বের করবো। আপনাদের চরম মূল্য দিতে হবে। যেকোনও মূল্যে আমাদের জনগণের স্বার্থ রক্ষা করবো। সূত্র: আল-জাজিরা