জাতীয়

কার্টনের ভেতর থেকে নবজাতক উদ্ধার

(Last Updated On: )

বরগুনার পাথরঘাটায় কার্টন বক্সের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেলেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, পাথরঘাটা পৌর শহরের (বিএফডিসি) মৎস্য বাজার সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি কার্টন দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে কার্টনটি খুললে ভেতরে এক ছেলে নবজাতককে পায়। নবজাতকের মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক আবদুল হালিম জানান, ‘শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা করানো হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ সব ধরনের চেষ্টা করছে।