পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন ও একটি রাজ কাঁকড়া।
শুক্রবার (২০ আগস্ট) সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার পূর্বে গঙ্গামতির শেষ পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুটি জলজ প্রাণির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জেলেরা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, কুয়াকাটা সৈকতে জোয়ারের সঙ্গে ডলফিনটি ভেসে এসেছে। এটা প্রায় ৮ ফুট লম্বা হবে। ডলফিনটি নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে রাখা হবে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আজ সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটির নাম ‘ইরাবতি’ আর কাঁকড়াটির নাম ‘রাজ’। কাঁকড়াগুলো প্রজননের জন্য তীরবর্তী এলাকায় চলে আসে, তখন মারা গেলে সৈকতে ভেসে আসে। ডলফিনগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও অনেক সময় তাদের মৃত্যু হয়।
এর আগে গত ৭ আগস্ট কুয়াকাটা সৈকতে একটি গঙ্গা নদীর ডলফিন ও ৯ আগস্ট দুটি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল।