চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় ৩ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত

(Last Updated On: )

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬৯ জনে।

বুধবার (১৭ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। মোট ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় ১৫৯ জন এবং উপজেলা পর্যায়ে ২৪ জন রয়েছেন।