চট্টগ্রাম

চট্টগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আগামীকাল

(Last Updated On: )

চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে আগামীকাল (৭ সেপ্টেম্বর) থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রমে যারা প্রথম ডোজ পেয়েছিলেন, কাল তাদেরই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মহানগর ও উপজেলার গণটিকার প্রথম ডোজ যিনি যে কেন্দ্রে নিয়েছিলেন, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেবেন। তবে কাল নতুন করে কাউকে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণটিকার প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত ওয়ার্ডগুলোতে দ্বিতীয় ডোজ গণটিকা কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হবে। অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।