চট্টগ্রাম

চট্টগ্রামে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

(Last Updated On: )

চট্টগ্রামের চন্দনাইশে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাগির আহমদ (৫০) নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাগির সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার মৃত ফজলুল আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার রায়জোয়ারা এলাকার ছৈয়দ মেম্বারের ছেলের বিয়েতে কাজ করছিল জাগির আহমদ। এ সময় আলোকসজ্জার লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়জোয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মিয়া। তিনি বলেন, ‌‘বিয়েতে ডেকোরেশন কর্মীর মৃত্যুর কথা শুনেছি। তবে তখন আমি অন্য একটি বিয়েতে ছিলাম।’