জাতীয়

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন ফখরুল

(Last Updated On: )

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপির মহাসচিব চিকিৎসার জন্য সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন। কোভিড-১৯’র কারণে তাদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরবেন।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।