অভিনয়ে ফেরার সুখবর নিয়েই হাজির হলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। নিজের ৪৩তম জন্মদিনে এই সুখবরটি ভক্তদের জন্য উপহার হিসেবে দিলেন তিনি।
রোববার (২১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফিচার ড্রামা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামের একটি সিনেমাতে দেখা যাবে রানীকে। শিগগিরই এ সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শুরু হবে কাজ।
শনিবার (২০ মার্চ) একটি ইনস্টাগ্রামে রানী জানিয়েছিলেন, জন্মদিনে (২১ মার্চ) পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন। সেই অনুযায়ী তিনি জানান, জন্মদিন উদযাপনে এই দারুণ সিনেমার ঘোষণা দেয়ার চেয়ে ভালো আর কোনো আনুষ্ঠানিকতা হতে পারে না।
আমি ২৫ বছর ধরে অভিনয় করছি। সম্ভবত আমার কর্মজীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি।
সিনেমায় রানীকে মুখার্জি প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন আশিমা হিব্বার এবং জি স্টুডিও ও এমি এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে। এর গল্পের বিষয়াট গোপন রাখা হয়েছে। তবে বেশ কিছু গণমাধ্যমের বরাতে জানা গেলো, গল্পটি ২০১১ সালের এক ভারতীয় দম্পতির সত্য কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হবে।