নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ হয়নি শরিফুল ইসলাম ও সৌম্য সরকারের। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে খেলবেন নাইম শেখ। এদিকে শরিফুলের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে রাচিন রবীন্দ্র ও কোল ম্যাককনির। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদে বাংলাদেশের সঙ্গে সুযোগ হয়েছে তাঁর।
বাংলাদেশ একাদশ- নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ – হেনরি নিকোলস, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, টম লাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), টম ব্লান্ডেল, কোল ম্যাককনি, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রাসওয়েল, স্কট কুগেলিন, হামিশ ব্যানেট ও এজাজ প্যাটেল।