জাতীয়

ডেঙ্গু আক্রান্ত আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি

(Last Updated On: )

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন এবং ঢাকার বাইরে ১৪ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে একজনেরও মৃত্যু হয়নি। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭০৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৫৮০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৫ জনের।