নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১২৭ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার, সহকারী ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার), মেডিক্যাল অফিসার, সহকারী বিদ্যুৎ পরিদর্শক, সহকারী সাইকার কর্মকর্তা/ সহকারী কনস্যুলার কর্মকর্তা, ম্যানেজার, ব্যক্তিগত কর্মকর্তা, ফোরম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র ইন্সট্যাক্টর (ট্রেড), লাইব্রেরিয়ান, মেডিক্যাল অফিসার কাম-ইন্সট্রাক্টর, ফরেস্ট রেজার/ ওয়াইল্ড লাইফ সুপারভাইজার, ডেটা এন্ট্রি/ কনট্রোল সুপারভাইজার, সিনিয়র টেকনিশিয়ান, সহকারী লাইব্রেরিয়ান, সহকারী কিউরেটর, স্ট্যাফ অফিসার, স্টেশন অফিসার।
পদসংখ্যা
মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান পাস অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (www.bpsc.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ মার্চ, ২০২১।
সূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে