খেলা

পিএসজিতে প্রথম গোল করেই উয়েফার সপ্তাহ সেরা মেসি

(Last Updated On: )

পিএসজির হয়ে প্রথম গোল করেই চ্যাম্পিয়ন্স লিগে সপ্তাহের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৭৪তম মিনিটে এসে তার করা গোলটি সপ্তাহের সেরা হয়। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা লিখেছে, সপ্তাহের সেরা গোলের রেজাল্ট এসে গেছে এবং এটি লিওনেল মেসির জন্য ভালো সংবাদ।

চলতি সপ্তাহের সেরা গোলদাতার তালিকায় চতুর্থ হয়েছেন আন্তোনিও গ্রিজম্যান। এসি মিলানের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের হয়ে তার করা গোলটি ভক্ত সমর্থকদের ভোটে চতুর্থ হয়। তৃতীয় হয় ম্যানচেস্টার ইউনাইটের সঙ্গে ভিয়ারিয়ালের ম্যাচে রেড ডেভিলসদের সমতায় ফেরানো অ্যালেক্স টেলেস। দ্বিতীয় হয়েছেন সেবাস্তিয়ান থিল। তার গোলেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল শেরিফ।