.. মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে পাঠশালা কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন ও সাধারন জ্ঞান সূচিতে আসছে পরিবর্তন। আগামি ১৯ মার্চ প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকলেও শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত দেশের যেকোন ধরনের পাবলিক পরীক্ষা (ভর্তি/শ্রেনী/নিয়োগ) গ্রহনে বিরত থাকার প্রজ্ঞাপন অনুযায়ী আগামি ১৯ মার্চের পরিবর্তে প্রতিযোগিতা তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহনে আবেদন ফরম সংগ্রহকৃত শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় পাঠশালা কর্তৃপক্ষ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা পর্যন্ত প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে। সন্মানিত সকল অভিভাবক ও প্রতিযোগিদের ফরম সংগ্রহের সময় বাড়ানো বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া প্রতিযোগিতাটি সকল স্তরে ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পুরস্কারের কিছু ধারনাও দেয়া হচ্ছে। প্রতিটি বিভাগের দুইটি গ্রুপের প্রতিযোগিদের ১ম স্থান থেকে ৫ম স্থান পর্যন্ত পুরস্কার দেয়া হবে। পাঠশালা কর্তৃপক্ষ অতীত সৃজনশীল প্রতিযোগিতার পুরস্কারের ধারাবাহিতা রক্ষার ক্ষেত্রে প্রতীজ্ঞাবদ্ধ থাকছে শিক্ষাবৃত্তি ও আকর্ষনীয় শিক্ষা উপকরন। তাই পরিবর্তনীয় সূচিতে ফরম সংগ্রহের সুযোগের অপেক্ষা না করার অনুরোধ রইল, সরকারকর্তৃক নিষেধজ্ঞা প্রত্যাহারের সাথে সাথে নতুন দিনক্ষনের বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে। প্রতিযোগিতার স্থান- কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়।
