জাতীয়

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর স্ত্রী আর নেই

(Last Updated On: জানুয়ারি ১৭, ২০২১)

না ফেরার দেশে পাড়ি জমালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর স্ত্রী বুলা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়।

বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।