কক্সবাজারের পেকুয়ার একটি বিল থেকে মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর হাত-পায়ের রগ কাটা এবং পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পেকুয়ার মেহেরনামা নুইন্যমুইন্যা ব্রিজ সংলগ্ন বিলে তারা ওই নারীর লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া লাশের পাশে পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগে নগদ টাকা এবং একটি স্মাট কার্ড পায় পুলিশ। কার্ড সূত্রে জানা যায়, ওই নারীর নাম মোহছেনা আক্তার। তিনি কক্সবাজার সদর উপজেলার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমেদের মেয়ে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ওই নারীর এক হাত ও দুই পায়ের রগ কাটা এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
Hits: 11