এক বৃদ্ধকে মেরে চড়-থাপ্পড় খেলেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান। বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের এনায়েত নগরের ডাক্তার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের নাম শামসুল হক (৭০)। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
শামসুল হকের ছোট ভাই সারোয়ার বলেন, খাল খনন নিয়ে ভুল বোঝাবুঝির পর তার বড় ভাইয়ের সঙ্গে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।
স্থানীয় প্রত্যদর্শীরা জানান, করমবক্স-কবিহাটের খাল খননের তদারকি করছেন মেয়রের লোকজন। বুধবার ডাক্তার বাড়ির সামনে শামসুল হকের বেড়া সরিয়ে খাল খনন করতে গেলে তার সঙ্গে পৌরসভার কর্মচারী কামালের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে সেখানে যান মেয়র জহিরুল হক রায়হান। তিনি কারো কথা না শুনে বৃদ্ধ শামসুল হককে চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন। এসময় শামসুল হকসহ তার লোকজনও মেয়রের কলার চেপে ধরে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে মেয়র জহিরুল হক রায়হান বলেন, পানি নিষ্কাশনের খাল খননে কেউ বাধা দিলে তো আমি বসে থাকতে পারি না। বাকিটা স্থানীয়ভাবে খবর নেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বলেন, তিনি বিষয়টি খোঁজ নেবেন।