বোয়ালখালীতে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন হাজী ফজল করিম (৬৫) নামের এক বৃদ্ধ। রবিবার (১নভেম্বর) গ্রেফতারকৃত বৃদ্ধাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।
হাজী ফজল করিম উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৭নং ওয়ার্ডের চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার মৃত হাজী কালা মিয়ার ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে হাজী ফজল করিম তবারক নেওয়ার জন্য কাজের মেয়েকে ঘরে ডাকেন। ওই সময় রান্না ঘরে তবারক নিতে গেলে সে তবারক না দিয়ে শাড়ী ধরে টানা-হেঁচড়া করে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কাজের মেয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ হাজী ফজল করিমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষা করা হয়েছে।
Hits: 431