বোয়ালখালীতে চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৯ মামলায় ২৯ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এ সময় উপজেলা ও পৌরসভা এলাকার গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, বেঙ্গুরা, হাজীর হাট, জোটপুকুর স্টেশনে সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সংক্রামক রোগ আইন ২০১৮এর আওতায় ১৯টি মামলায় ২৯ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা কালে উপজেলা ও পৌর এলাকার ১০ টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা এবং মাস্কহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়।