প্রধান পাতা

বোয়ালখালীতে ক্রিকেট খেলার মাঠে দুবৃর্ত্তের তান্ডব

(Last Updated On: ফেব্রুয়ারি ১৩, ২০২০)

বোয়ালখালীতে দুবৃর্ত্তের তান্ডবে তছনছ হয়েছে ক্রিকেট খেলার মাঠ । উপজেলার আহলা দাশের দীঘির পাড় সংলগ্ন মাঠে বুধবার রাতে এ ঘটনা ঘটে ।

জানা যায় আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওই স্থানে হাজী রফিক আহমদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টেটের আয়োজন করে স্থানীয় আহলা সমাজ কল্যান সংস্থা । খেলা উপলক্ষে মাঠের প্রয়োজণীয় প্রস্তুতি সম্মন্ন করে আয়োজক সংস্থা । এরমধ্যে গত বুধবার রাতে মাঠের পিচ খুড়ে. প্যান্ডেলের কাপড় কেটেখুটে তছনছ করে দেয় দুবৃর্ত্তরা । অভিযোগ আহলা সমাজ কল্যান সংস্থার আহবায়ক কাজী বাহা উদ্দিন ফারুক ।

তিনি জানান আগামীকাল সন্ধ্যায় নির্ধারিত স্থানেই টুর্ণামেন্টের উদ্বোধন হবে । কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কমিশনারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবে । খেলায় ২৪ টি দল অংশগ্রহন করছে বলে জানান তিনি ।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Hits: 533