বোয়ালখালীতে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্ঠির অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে আজ রবিবার( ২৮ মার্চ ) বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন পৌরসভার চরখিদিরপুর আবদুল হামিদ মাষ্টারের বাড়ীর নুর মোহাম্মদের ছেলে রবিউল করিম ।
অভিযোগ সুত্রে জানা যায়,পৌরসভার চরখিদিরপুর আবদুল হামিদ মাষ্টারের বাড়ীর শত বছরের পুরানো চলাচলের রাস্তায় ঘেরাবেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে প্রদিবেশী আবদুস সত্তারের ছেলে মো. খোরশেদ আলম ও মৃত আহাম্মদ সৈয়দের ছেলে আবদুস সত্তার । ফলে অবরুদ্ধ হযে পড়ে ১৫ টি পরিবার ।
রবিউল করিম জানান, ৩ বছর পূর্বে জনৈক আবদুল মালেক রাস্তার মুখে দোকান ঘর নির্মান করার ফলে রাস্তাটি সরু হয়ে পড়ে । সরু রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্ঠির ফলে বাড়ির ১৫ টি পরিবার বেকায়দায় পড়ে ।
অভিযোগটি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম ।