প্রধান পাতা

বোয়ালখালীতে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম শিল্পী নন্দী (৫৫)। তিনি স্থানীয় হরিমোহন নন্দীর বাড়ির পরিমল নন্দীর স্ত্রী।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় চৌকিদার জয় দে জানান, সোমবার দুপুরে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যরা বলেছেন আসনে পুজো করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী নন্দীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’