বোয়ালখালীতে এম এ হাশেম ফাউন্ডেশন এর আয়োজনে মুজিব বর্ষ এএনএফএল ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার ( ৪ ডিসেম্বর) রাত ৮ টায় গোমদন্ডী ফুলতলে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম,উপজেলা সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,মহিলা ভাইসচেয়ারশ্যান শামীম আরা বেগম,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ।
আলহাজ্জ এম এ হাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান জহরুল ইসলাম জহুরের সভাপতিত্বে নির্বাঞী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল আবছার হীরা, ইলিয়াছ ঝাফর,পল্রী বিদুৎ সমিতির ডিজিএম রফিকুল আজাদ,আশরাফ উদ্দিন কাজল । স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো. মঈন উদ্দিন বাদল ।