চাচাতো ভাইয়ের বউকে হত্যার পাঁচ বছর পর পুলিশের হাতে ধরা পড়লেন মোতালেব নামে এক আসামী।
শনিবার ( ১৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরের মিস্ত্রিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
মোতালেব গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ পাঁচ বছর ডাবলমুরিং থানাধীন জাহেদ ম্যানেশন নামে একটি ভবনের কেয়ারটেকারের কাজ করে আত্মগোপনে ছিলেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চুক্তিভিত্তিক অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িত কুমিল্লা জেলার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। গত ২০১৬ সালে তার চাচাতো ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে এসে মিস্ত্রিপাড়া এলাকায় একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করে। মোতালেবের বিরুদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ ও ধর্ষণ মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে।