ভারতের হিমাচল প্রদেশের বিজেপি সংসদ সদস্য রাম স্বরূপ শর্মার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) দিল্লির নর্থ অ্যাভিনিউয়ে তার বাসভবন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সাংসদ। তবে মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা।
বুধবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠক ছিল। এই খবর পাওয়ার পর সেই বৈঠক বাতিল করা হয়েছে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাম স্বরূপের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার স্ত্রী ছাড়াও ৩ ছেলে রয়েছে।
৬৩ বছরের রাম স্বরূপের জন্ম হিমাচলের মান্ডি জেলায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রথম মান্ডি কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ২০১৯ সালে পুনরায় সাংসদ হন তিনি। সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন রাম স্বরূপ। সূত্র: ডয়েচে ভেলে।