নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় পাঁচ নারীসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, গত বুধবার রাত ২টার দিকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয় ২৪ রোহিঙ্গা। দালালের মাধ্যমে বোটযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পালাতে চেয়েছিলো তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ নেওয়ার জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।