জাতীয়

মোবাইলে খেলা নিয়ে বন্ধুর হাতে স্কুলছাত্র খুন

(Last Updated On: মার্চ ২২, ২০২১)

যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সোহান নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত রাকিব হোসেন ওই গ্রামের হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

নিহতের দাদী আনোয়ারা বেগম বলেন, রাত আটটার দিকে বাড়ির পাশের মাঠে মোবাইলে গেম খেলছিল রাকিব। এসময় সোহানের সঙ্গে তার তর্কাতর্কি হয়। ‍একপর্যায়ে সোহান রাকিবের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে।