জাতীয়

রাঙামাটিতে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

(Last Updated On: )

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি এক সভায় রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্যটন কেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। জরুরি এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

একইসঙ্গে প্রতিদিন রাত ৮টায় জেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান, আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয় এই সভায়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান মহসিন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।