সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নির্দেশনা দেয় উপজেলা ছাত্রলীগ।
সম্প্রতি নাছির নামে এক রিকশাচালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মনোয়ারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের মধ্য চাঁদখালী গ্রামের বকশী হাজি বাড়িতে এই হামলার শিকার হন রিকশাচালক ও তার পরিবার। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
ছাত্রলীগ নেতা মনোয়ার পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত মোহাম্মদ এর ছেলে ও লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক।
সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান বলেন, সদর উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।