দ্রুত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয় খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান তারা।
বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান।
আওয়ামী লীগের সংসদ সদস্য লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন বলেন, করোনায় ভার্চুয়াল ক্লাসই হলেও আমাদের গ্রামের ছেলে-মেয়েদের কোনো উপকারে আসছে না। তাই যতদ্রুত পারা যায় খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আওয়ামী লীগের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) বলেন, স্কুল বন্ধের কারণে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না। একারণে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া উচিত। আমাদের শিক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে লেখা পড়া করতে পারে, সেদিকে নজর দেওয়ার জন্য স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর মাধ্যমে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন তিনি।