সারাদেশে বাড়বে শীত এবং এটি অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়া একই রকম থাকবে। এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আজ রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং শুক্রবার (১৫ জানুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।