জাতীয়

সিআইডির হাতে নেপথ্য নায়কদের তথ্য

(Last Updated On: )

আলোচিত ও সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে তৃতীয় দফায় নেওয়া একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসে পরীমনিকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরীমনি তার পক্ষে জামিন আবেদন না করায় গতকাল নিজের আইনজীবীদের ওপর অনেকটা ক্ষোভ প্রকাশ করেন। এদিকে তিন দফায় হেফাজতে রেখে সিআইডির বিশেষ টিম পরীমনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীমনি সিআইডিকে নেপথ্য নায়কদের অনেকের নাম বলেছেন। নজরুল রাজ ছাড়াও ব্যবসায়ীদের মধ্যে কতজন তাকে ব্যবহার করে ব্যাংক থেকে ঋণের নামে অর্থ নিয়েছেন তাদের নাম বলেছেন। কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তার সখ্যতার বিষয়েও তথ্য দেন পরীমনি। জমির দালালি করে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন এমন ব্যবসায়ীদের বিষয়েও তথ্য দেন তিনি।

সিআইডি বলছে, পরীমনির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গেছে। এদিকে পরীমনির বিষয়ে তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন জিজ্ঞাসাবাদে এই নায়িকা ঘটনার নেপথ্যের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে হোতাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য জানানো হয়নি। ইতোমধ্যে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন একজন আইনজীবী।

শনিবার সিআইডির তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে বলেন, আসামি পরীমনি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া তথ্য-উপাত্ত তদন্তের স্বার্থে যাচাই করে বাছাই হচ্ছে। তার বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। তাকে জামিন দিলে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

এদিন আসামি পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না। তবে পরীমনিকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে শুনানি করা হয়, সেই আবেদন করেন তার আইনজীবীরা। আইনজীবীদের আবেদন অনুযায়ী বেলা পৌনে ৩টার দিকে পরীমনিকে আদালতের এজলাসে ওঠানো হয়। শুনানিতে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি, কামরুজ্জামান চৌধুরী ও মজিবুর রহমান বলেন, পরীমনি অসুস্থ। তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। কোনো আইনজীবীর সঙ্গে তার কথা বলতে দেওয়া হয় না। আমরা মামলা বিষয়ে আসামির সঙ্গে আলোচনা করতে চাই। আসামি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইন তাকে দিয়েছে। আইনজীবীরা আদালতে আসামিদের সঙ্গে দেখা ও কথা বলতে পারেন। আসামির কাছে জানতে হবে কী ঘটনা ঘটেছিল। আইনের বিষয়ে আমরা কথা বলতে চাই।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, আসামির সঙ্গে দেখা ও কথা বলতে দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। যখন আসামি জামিনে বের হবেন তখন তারা কথা বলবেন। এর আগে পরীমনির সঙ্গে তার নানার কথা বলতে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আমাদের আপত্তি রয়েছে।

এ সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা কি কথা বলতে চান? আইনজীবীরা বলেন, আমরা আইনগত বিষয়ে কথা বলতে চাই। প্রয়োজনে আপনি সিএমএম হাজতখানায় কথা বলার সুযোগ করে দেন। ওখানে তো নিরাপদ জায়গা। এরপর বিচারক পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে দেখা করার বিষয়ে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়ে এজলাস থেকে নেমে যান। পরে আর আদালত আইনজীবীদের দেখা ও কথা বলার আবেদন মঞ্জুর করেননি।

বিচারক এজলাস থেকে নেমে যাওয়ার পর পরীমনি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি, কামরুজ্জামান চৌধুরী ও মজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব? আপনারা বুঝতেছেন, আমার কী কষ্ট হচ্ছে? আপনাদের নিজেদের মধ্যে কী হয়েছে, কেন জামিন চাচ্ছেন না? এরপর একটি প্রিজন ভ্যানে করে বেলা সোয়া ৩টার দিকে পরীমনিকে আদালতের হাজতখানা থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৯ আগস্ট এ চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার এ মাদক আইনের তৃতীয় দফায় একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন। ১৮ আগস্টে পরীমনির পূর্বনির্ধারিত জামিন আবেদনের শুনানির জন্য নথি উপস্থাপিত হলে ওই সময় বিচারক বলেন, মামলাটিতে গত ১৬ আগস্ট এ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। যার শুনানি বৃহস্পতিবার ধার্য হয়। তাই বুধবারের জামিন শুনানি বন্ধ হয়ে যায়।

এর আগে গত ১৩ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে পরীমনি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও নির্মাতা নজরুল ইসলাম রাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে পরীমনি ও তার ম্যানেজারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ আগস্ট পরীমনি, রাজ এবং তাদের ম্যানেজারদের মাদক মামলায় চার দিন করে ও গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিন করে রিমান্ডে পাঠান আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বাসা থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন।

মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। মামলায় কবিরের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা উল্লেখ নেই। একই মামলায় আবার র‌্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারলে তার সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।