হল খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হহলগুলোর সামনে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
হল খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। শেষ খবর পাওয়া শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।