বিনোদন

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ল্যারি কিং

(Last Updated On: )

অবস্থার অবনতি হওয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান টেলিভিশন উপস্থাপক ল্যারি কিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ৮৭ বছর বয়সী এই প্রবীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে খবরটি শনিবার (২ জানুয়ারি) প্রকাশ পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র সাবেক উপস্থাপক তিনি।

সিএনএন জানায়, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিং’র চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে না। করোনার সতর্কতার জন্য এই কঠিন নিয়ম মানা হচ্ছে।

দ্য পিবডি অ্যাওয়ার্ড-বিজয়ী এই ব্রডকাস্টার ৫০ বছরের ক্যারিয়ারে আমেরিকার খ্যাতিমান ব্যক্তি, রাষ্ট্রপতি এবং অন্যান্য নিউজমেকারসহ বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়ে সাড়া ফেলেছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি সিএনএন-এ কাজ করেছেন।

১৯৮৭ সালে ল্যারি কিং’র ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। ২০১৭ সালে কিং জানান, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং এর চিকিত্সার জন্য সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিসেও আক্রান্ত।