প্রধান পাতা

আমের কেজি ৩ লাখ টাকা!


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

এক কেজি আমের দাম ২ লাখ ৭০ হাজার রুপি বা প্রায় ৩ লাখ সাড়ে ৮ হাজার টাকা! আর তাই সেই আম পাহারা দিতে চারজন নিরাপত্তাকর্মীর পাশাপাশি ছয়টি বিশেষ কুকুর নিয়োগ দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের এক পরিবার।

জানা যায়, মধ্যপ্রদেশের জব্বলপুরের রানী ও সংকল্প দম্পতি বছর কয়েক আগে দুটি আমের চারা রোপন করেছিলেন। তারা তখন ভাবতেও পারেননি, সেগুলো ‘মিয়াজাকি’ আম হয়ে উঠবে।

বলে রাখা ভালো, জাপানি বিরল আম ‘মিয়াজাকি’র রঙ লাল। একে ‘সূর্য ডিম’ও বলা হয়ে থাকে।

শুধু রানী-সংকল্প দম্পতিই নয়, ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই এমন লাল আম জীবনে কখনো দেখেননি। এটি আম নাকি অন্য কিছু? বিষাক্ত কি না? এমনসব প্রশ্নের খোঁজ নিতে গিয়ে ওই দম্পতি জানতে পারেন, মিয়াজাকির আন্তর্জাতিক বাজারমূল্য প্রচুর, ভারতীয় মুদ্রায় কেজিপ্রতি ২ লাখ ৭০ হাজার রুপি।

এ খবর ছড়িয়ে পড়তে শুরু হয় ডাকাতের উপদ্রব। তাই বাধ্য হয়ে ৬টি শিকারি কুকুর ও ৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছেন ওই দম্পতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও আজকাল