বিনোদন

কথা বলে একটা সিদ্ধান্ত নেব : বুবলী

(Last Updated On: সেপ্টেম্বর ২৮, ২০২১)

দেশের প্রেক্ষাগৃহে আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত সিনেমা ‘চোখ’। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব ও রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ ইকবাল জুয়েল।

‘চোখ’ নিয়ে কতটা আশাবাদী বুবলী? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। এরপর প্রায় দেড় বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি। যদিও শাকিব খানের সঙ্গে জুটির বাইরে আমার প্রথম ছবি “ক্যাসিনো”। ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু করোনা মহামারির কারণে আটকে গেছে। এখন “চোখ” মুক্তি পাচ্ছে। এর মধ্যে হলগুলো খুলছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা হলে এসে ছবিটি দেখবেন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে। মানসিকভাবে কিছুটা হলেও প্রাশান্তি দেবে।’

বুবলী আরও জানান ‘চোখ’ খুবই ভালো গল্পের ছবি। যার কারণে করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে তিনি কাজটি করেছেন।

সিনেমার প্রচারণায় নাকি আপনাকে পাওয়া যাচ্ছে না? উত্তরে বুবলী বলেন, ‘কে বলল। করোনার কারণে এখন কিন্তু সবাই স্যোশ্যাল মিডিয়ায় সরব। আমার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন, ছবিটি নিয়ে কি পরিমাণের পোস্ট করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমেও ছবিটি ঘিরে সাক্ষাৎকার দিচ্ছি। নিজের দায়িত্ববোধ থেকেই এর প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর প্রযোজনা প্রতিষ্ঠানের আলাদা পরিকল্পনা থাকলে, সেটা নিয়েও কথা বলে একটা সিদ্ধান্ত নেব।’

শাকিবের বাইরে এটা আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে। এর সাফল্য নিয়ে কতটুকু আত্মবিশ্বাসী? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের সঙ্গে পর পর বেশ কিছু ছবি করেছি। দর্শকরাও আমাকে শাকিবের সঙ্গে দেখেই বেশি অভ্যস্ত। কিন্তু আবার অনেকের প্রশ্ন, আমি কেন শাকিব ছাড়া ছবি করি না। সেই জায়গা থেকেই কাজটি করেছি। শিল্পী হিসেবে সবার সঙ্গে অভিনয় করতে চাই। সবশেষে এটাই বলব, “চোখ’ ভালো গল্পের ছবি, দর্শকের ভালো লাগবে। ছবিটি ঘিরে আমি শতভাগ আশাবাদী