আন্তর্জাতিক

করোনা বাড়ায় রাশিয়ায় আট দিন বন্ধ সকল কর্মস্থল

(Last Updated On: অক্টোবর ২১, ২০২১)

রাশিয়ায় করোনা মহামারিতে প্রাণহানি বেড়ে যাওয়ার কারণে আট দিনের জন্য সব কর্মস্থল বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। বুধবার (২০ অক্টোবর) এ প্রস্তাব অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, পরিস্থিতি বুঝে এ নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।

গত সপ্তাহে মস্কোতে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন এক নির্দেশে জানান, ষাটোর্ধ্ব বয়সী যারা টিকা পাননি তাদের ঘরে থেকে কাজ করতে হবে এবং সব কর্মজীবীর টিকা নেয়া বাধ্যতামূলক। আগামী সোমবার (২৫ অক্টোবর) থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। খবর মস্কো টাইমস ও রয়টার্সের।