চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- তার বয়স ৩৫ থেকে ৪০।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় ব্রিজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ব্রিজঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।