আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। তালেবানের এক কর্মকর্তা বলেছেন, পবিত্র রমজান মাসে সঙ্গীত সম্প্রচার করায় রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাদাই বানোওয়ান- আফগানিস্তানের সরকারি ভাষা দারিতে যার অর্থ নারীদের কণ্ঠ- এটি দেশটিতে নারীদের পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। ১০ বছর আগে এর যাত্রা শুরু হয়। আটজন কর্মীর মধ্যে এর ছয়জনই নারী বলে জানিয়েছে আল জাজিরা।
বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়কের পরিচালক ময়েজুদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি পবিত্র রমজানে গান ও সঙ্গীত সম্প্রচারের মাধ্যমে ইসলামী আমিরাতের আইন ও বিধান বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। এজন্য তা বন্ধ করা হয়েছে।