চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় মিলবে করোনার চিকিৎসা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে বাসায় গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল। শনিবার (১০ এপ্রিল) থেকে সেবা দেওয়া শুরু করেছে হাসপাতালটির চিকিৎসকদের একাধিক টিম।

মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, রোগীর করোনার কোনো লক্ষণ থাকলে নির্ধারিত হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলে চিকিৎসক বাসায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করবেন। এ উদ্যোগের জন্য আমাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন— ০১৭৯১৬০৫০২২, ০১৮৮৪৪৯৪৯৪২, ০১৯৩৩৮৫০৯৬০ ও ০১৯৪১২০৭০১০।