চট্টগ্রাম

চট্টগ্রামে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামে গণপরিবহনে হাফ পাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে নগরীর ওয়াসার মোড়ে অবস্থান নিয়ে তারা এ আন্দোলন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবিতে আমরা আজকে আন্দোলন করেছি। আমরা যারা পড়ালেখা করি তাদের কোনও নিজস্ব আয় নেই। অনেক শিক্ষার্থী গ্রাম থেকে এসে ব্যাচেলর বাসায় থাকেন। সবাই পরিবারের ওপর নির্ভরশীল।
শিক্ষার্থীরা আরও জানান, এমন নয় যে, পরিবারে শুধু আমরাই পড়ালেখা করি। আমাদের ভাই-বোনরাও পড়ালেখা করছে। যারা গণপরিবহন ব্যবহার করে তারা অনেকেই মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। সুতরাং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গণপরিবহনে ভাড়া অর্ধেক করার দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক বলেন, ‘নিরাপদ সড়ক ও বিভিন্ন দাবিতে কিছু স্কুল শিক্ষার্থী আন্দোলন করছিল। আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিষয়টা সংশ্লিষ্ট মহলকে জানানোর আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।’